স্বপ্ন সফল করার জন্য মানুষ কী না করতে পারে! তামিলনাড়ুর সালেমের এক যুবক নিজের স্বপ্নের বাইক কেনার জন্য তিন বছর ধরে ১ টাকার কয়েন জমিয়েছেন। শনিবার ওই ১ টাকার কয়েন দিয়ে ২.৬ লক্ষ টাকার স্বপ্নের বাইক কিনেছেন তিনি। ওই যুবকের নাম ভি বুবাথি। তিন বছর ধরে স্বপ্নের বাইক কেনার জন্য ওই টাকা সংগ্রহ করেন তিনি। এতদিনে বাইকের দাম উঠেছে। তাই সেই টাকা নিয়ে তিনি শোরুমের দিকে রওনা দেন। শোরুমের মালিকের তো ওই টাকা দেখে চক্ষু চড়কগাছ। বিরক্ত হলেও বুবাথিকে ফেরাননি। ভারত এজেন্সির ম্যানেজার মহাবিক্রান্ত বলেছেন, “মোটরসাইকেল শোরুমের কর্মীরা বুবাথির তিন বছরের সঞ্চয় গণনা করতে ১০ ঘন্টা সময় নিয়েছেন৷” বুবাথি একজন বিসিএ স্নাতক৷ চার বছর আগে একটি ইউটিউব চ্যানেল শুরু করার আগে একটি বেসরকারি কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করতেন তিনি। ৩ বছর আগে একটি বাইক কেনার স্বপ্ন দেখেছিলেন তিনি৷ কিন্তু তখন বাইকের দাম ছিল ২ লক্ষ টাকা৷ অত টাকা তাঁর কাছে টাকা ছিল না৷ তাই তখন থেকে টাকা জমাতে শুরু করেন তিনি৷ প্রতিদিন ১ টাকার কয়েন দিয়ে তিনি তাঁর পিগি ব্যাঙ্কে ফেলতেন৷ সেই টাকা জমেছে এতদিনে৷ তাই এবার নিজের সাধ পূরণ করলেন তিনি৷